বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথে ১৮ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফয়ছল আহমদ (২১) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের লালু মিয়ার পুত্র।
কিশোরীর বাবা সবজি বিক্রেতা নুরুল ইসলাম জানান, দারিদ্রতার কারণে ৫ বছর বয়সে একই গ্রামের আখলুছ আলী নামের এক সৌদি আরব প্রবাসীর কাছে মেয়েকে দত্তক দেন। আখলুছ আলী প্রবাসে থাকায় তার স্ত্রী নুরুলের মেয়েকে নিয়ে একা বাড়িতে বসবাস করতেন। গত ২৬ আগস্ট রাতে তাদের ঘরে ঢুকে পাশের বাড়ির বখাটে ফয়ছল মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার রাতে তিনি বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি (মামলা নং-২৪) দায়ের করেন।
এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, কিশোরীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।