বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীতে অভিযানে কুখ্যাত চোর শরিফুল ইসলাম পিচ্চি ও তার সহযোগী অপর কুখ্যাত চোর মো: সহিদ কে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। রবিবার ৩০ শে আগষ্ট রাতে সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদ উন নবী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদরের টেক্সটাইল মোড় থেকে বাবড়ীঝাড় গামী রাস্তার কাছে তাদের গ্রেফতার করা হয়। চোর শরিফুল ইসলাম পিচ্চি সদরের কুখাপাড়ার মো: আজিজার রহমানের ছেলে ও সহিদ একই এলাকার মৃত আলী হোসেন এর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়- গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ওরফে পিচ্চি দীর্ঘদিন থেকে নীলফামারী জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় প্রাইভেটকার, মটরসাইকেল চুরি, দোকান, বাড়ি চুরির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। শরিফুল ইসলাম ওফে পিচ্চি এক জেলায় চুরি করে অন্য জেলায় আত্মগোপন করে থাকতো। চোর পিচ্চিকে ধরার জন্য দীর্ঘদিন থেকে অভিযান চলছিল।
থানা সূত্রে আরও জানা যায়Ñ এছাড়া আসামী শরিফুল ইসলাম পিচ্চি থানায় ৪ টি মামলার গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী ছিল। বর্নিত আসামীর বিরূদ্ধে ৮ টি চুরি মামলার বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান- চোর শরিফুল ইসলামকে ধরার জন্য আমাদেও ১ টি বিশেষ টিম গঠন করা হয়েছিল। দীর্ঘ সময় অভিযান পরিচালনা করার পর গতকালকে তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। গ্রেফতার কালে তাদের কাছে চুরি যাওয়া ৩ টি ল্যাপটপ, ১ টি এল ই ডি টেলিভিশন, ১ টি সেচ পাম্প, ১ টি ফ্যানসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা যায়।
সদর থানার অফিসার ইনচার্জ কে. এম আজমিরুজ্জামান বলেন- এসপি স্যারের দিক নির্দেশনা মোতাবেক শরিফুল ইসলাম পিচ্চি ও তার সহযোগীদের ধরার জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবীর নেতৃত্বে একটি চেীকস টিম গঠন করি এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এবং পিচ্চি গ্রেফতার হওয়ায় জনমনে এখন স্বস্থি ফিরেছে।
তিনি আরও বলেন, আসামীগনের বিরুদ্ধে থানার এস আই মো: এরশাদ হোসেন বাদী হইয়া এজাহার দায়ের করে মামলা নং-৩৮, ধারা-৩৮০/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত- ০১, নীলফামারীতে সোপর্দ করা হয়। আসামীরা মামলার ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।