Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন সাত ধারাবাহিকে নাদিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ১১:৪৭ এএম

অভিনেত্রী নাদিয়া আহমেদের সমসাময়িক অনেক অভিনেত্রী অভিনয় ছেড়ে দিলেও তিনি অভিনয় করে যাচ্ছেন। একের পর এক নাটকে অভিনয় করছেন। করোনালকডাউনের পরবর্তী সময় অর্থাৎ গত ৪ জুন থেকে আবারো অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন তিনি। এরইমধ্যে নাদিয়া নতুন সাতটি ধারাবাহিকে কাজ করছেন। ইতোমধ্যে চারটি নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন। নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু হবে সেপ্টেম্বর থেকেই। বিটিভিতে আগামীকাল থেকে প্রচার শুরু হবে নিয়াজ মাহবুব পরিচালিত ‘সত্যপুরের নিত্যদিন’। প্রচার শুরু হবে অনন্য ইমনের ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকটি। শুটিং করেছেন কায়সার আহমেদ ও আল হাজেনের নির্দেশনায় ধারাবাহিক ‘গোলমাল’, তুষার খানের ‘সংকটে সংকট’, ইমরান হাওলাদারের ‘ভিলেজ হট্টগোল’, সাজিন আহমেদ বাবুর ‘কর্পোরেট ভালোবাসা’। আগামী মাস থেকে ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ ধারাবাহিকের কাজ শুরু করবেন। ধারাবাহিকগুলোতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘সত্যি বলতে কী লকডাউনের পর কাজ শুরু করেছি ভীষণ আতঙ্ক নিয়ে। আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি ভালো আছি এবং ভালোভাবে কাজগুলো করতে পারছি। আমি চাই, শিগগিরই পৃথিবী আবার স্বাভাবিক হয়ে উঠুক। আমার কাছে এরইমধ্যে অনেক ধারাবাহিক নাটকের কাজ করার প্রস্তাব এসেছিলো। কিন্তু আমার যেসব গল্প ভালো লেগেছে এবং চরিত্রের ভিন্নতা আছে, সেসব ধারাবাহিকেই কাজ করছি। যে নাটকগুলোর কাজ করছি প্রত্যেকটিরই গল্প এবং আমার চরিত্র নিয়ে আমি সন্তুষ্ট। আমি অবশ্যই নির্মাতাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার অভিনয়ে আস্থা রাখছেন। অবশ্যই দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা নিয়মিত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। নাদিয়া আহমেদ’র মূল পরিচয় একজন নৃত্যশিল্পী। কিন্তু অভিনয়ের কারণে সেই পরিচয় ছাপিয়ে এখন তিনি একজন অভিনেত্রী হিসেবেই সমাদৃত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক

২৯ অক্টোবর, ২০২২
২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ