Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্বে করোনা শনাক্ত রোগী আড়াই কোটি ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:২৭ পিএম

আরও ৫০ লাখ মানুষ গত ১৯ দিনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, রয়টার্সের হিসাবে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে আড়াই কোটিতে।

বিশ্বজুড়ে এ ভাইরাসে মৃত্যুর সংখ্য ছাড়িয়ে গেছে ৮ লাখ ৪০ হাজার। মাত্র আট দিন আগে এই সংখ্যা আট লাখে পৌঁছেছিল।

দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যায় এখন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও এগিয়ে থাকছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি এখন হয়ে উঠেছে করোনাভাইরাস মহামারীর নতুন উপকেন্দ্র।

রোববার সকালে ভারত সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৭৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে, যা বিশ্বে সর্বোচ্চ।

এর আগে যুক্তরাষ্ট্রে জুলাইয়ের মাঝামাঝি সময়ে এক দিনে ৭৭ হাজার ২৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, এতদিন এটাই ছিল কোনো দেশে এক দিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।

ভারতে সংক্রমণ বাড়তে থাকায় রয়টার্সের টালিতে রোববার বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৫০ লাখ ৭৪ হাজার ৭৫১ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ