মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস আসলে ‘অ্যাক্ট অব গড’। আর এর কারণেই কমেছে দেশের অর্থনীতির গতি। রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাজস্ব সম্পর্কিত এক বৈঠক শেষে এমনই মন্তব্যই করেছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সেই প্রসঙ্গেই পাল্টা খোঁচা মারলেন সাবেক কংগ্রেস সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। নির্মলাকে চিদম্বরমের প্রশ্ন, সরকারের পরিকল্পনার অভাবে করোনার আগের তিন বছর কীভাবে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল? কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি সে ব্যাপারে আলোকপাত করবেন?
সম্প্রতি পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্য রাজস্ব বাবদ কেন্দ্রের কাছে নিজেদের পাওনা টাকার ব্যাপারে দরবার করে। তারপরই গত বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পৌরহিত্যে ৪১তম জিএসটি কাউন্সিলের বৈঠক বসে।
সেই বৈঠকের পরই সাংবাদিক সম্মেলনে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, করোনাকে ‘অ্যাক্ট অব গড’ বলে আখ্যা দেন। পাশাপাশি বলেন, এই করোনার কারণেই রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। আর এই মহামারীর কারণেই দেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে।
তিনি হিসাব করে জানান, করোনার ধাক্কায় চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি ২.৩৫ লাখ কোটি টাকায় দাঁড়াবে। আর সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলোকে দু’টি বিকল্প প্রস্তাব দিয়েছে রাজস্ব কাউন্সিল।
এদিকে, নির্মলার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক দেখা দেয়। আর গতকাল শনিবার সেই প্রসঙ্গে টুইটারে নির্মলাকে তীব্র খোঁচা মারেন চিদম্বরমের। সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটে লেখেন, ‘করোনা যদি অ্যাক্ট অব গড হয়, তাহলে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরে দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্র যে পরিকল্পনাহীনতায় ভুগেছে, সেটাকে কীভাবে ব্যাখ্যা করব? ‘ঈশ্বরের দূত’ দয়া করে বলবেন?’ সূত্র : বিজনেস আপটার্ন/ডেকান হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।