Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিকলীতে হাওর ভ্রমণে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিকলী( কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৩:৫৯ পিএম

কিশোরগঞ্জের নিকলীর হাওর ঘুরতে এসে পানিতে ডুবে ইফাত (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে হাওরের পানিতে নেমে তিনি নিখোঁজ হন তিনি। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকালে তার লাশ হাওরের পানিতে ভেসে ওঠলে উদ্ধার করা হয়।
নিহত পর্যটক ইফাত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মো. হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা থেকে মোটর সাইকেলযোগে হাওর ভ্রমণ করতে ইফাতসহ ৯ বন্ধু নিকলীতে আসেন। নৌকায় চড়ে হাওর ভ্রমণের এক পর্যায়ে তারা পানিতে সাঁতার কাটতে নামেন।
সাঁতার ও ভ্রমণ শেষে অন্যরা নিকলীর মোহরকোনা এলাকার বেড়িবাঁধে জড়ো হলে তখন ইফাতের নিখোঁজ থাকার বিষয়টি নজরে আসে।

পরে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চন্তিঘাট এলাকার হাওরে তার লাশ ভেসে ওঠলে উদ্ধারের পর পুলিশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিকলী থানার ওসি মো. সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিকলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ