পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে আসাদবিরোধী পক্ষের হামলায় রাশিয়ার চারজন আর্মি জেনারেলসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানায়, গত মঙ্গলবার রাতে রাশিয়ার জেনারেলরা সিরিয়ার উত্তরে লাটাকিয়া অঞ্চলে তুর্কমান পর্বতের ঘাঁটিতে আসাদ সমর্থিত বাহিনীর সঙ্গে দেখা করতে গেলে আসাদবিরোধী গ্রুপ হামলা চালালে তারা নিহত হন। রাশিয়ার ওই জেনারেলদের মধ্যে একজন ওই অঞ্চলে রাশিয়া ও আসাদ সরকার বাহিনীর মধ্যে প্রধান সমন্বয়কারী বলে জানানো হয়। গত নভেম্বর থেকেই এই তুর্কমান পর্বত এলাকায় আসাদ বাহিনীকে সাহায্য করতে রাশিয়া বিমান হামলা চালিয়ে আসছে। এর ফলে ওই অঞ্চলে বসবাসকারী বিশাল জনগোষ্ঠী শরণার্থী হয়ে তুরস্কে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। এদিকে, সিরিয়ার চলমান গৃহযুদ্ধ বন্ধে জাতিসংঘের উদ্যোগে সংলাপ শুরু হয়েছিল জেনেভায়। কিন্তু দুদিন না যেতেই সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে নস্যাৎ হয়ে গেছে সংলাপ প্রচেষ্টা। আর সে কারণে দেশটিতে রক্তপাত বন্ধ হওয়া নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সিরিয়ার বিরোধীদের প্রধান জোট হায়ার নেগোসিয়েশনস কমিটির (এইচএনসি) সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের দূত স্তেফান দি মিসতুরা। ওই বৈঠকের পর তিনি জানালেন, সরকার ও বিরোধীদের মধ্যকার আলোচনার জন্য নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি। রয়টার্স, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।