Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশে হস্তক্ষেপের জন্য প্রস্তুত রুশ বাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৯:২৮ এএম

প্রয়োজনে বেলারুশে হস্তক্ষেপ করার জন্য পুলিশ রিজার্ভ ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন তবে পরিস্থিতি এখনো সে রকম পর্যায়ে যায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো আমাকে পুলিশ রিজার্ভে রাখতে বলেছেন এবং আমি তা রেখেছি। বেলারুশকে সাহায্যের জন্য প্রস্তুত আমাদের বাহিনী।

তিনি আরো বলেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যাওয়া পর্যন্ত তা করবো না বলেও আমরা একমত হয়েছি।

এদিকে গত ৯ আগস্ট বেলারুশে বিতর্কিত এক নির্বাচনে লুকাশেঙ্কো ক্ষমতায় থাকার জেরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভের সংবাদ প্রকাশের জেরে অন্তত ১৩ জন সাংবাদিক সেখানে আটক হয়েছেন।

যদিও বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের পরিচয় যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বিবিসির সংবাদদাতা বলেছেন, এটা পরিষ্কার যে, বিক্ষোভের খবর প্রকাশ ও সম্প্রচারে বিঘ্ন ঘটানোর জন্যই এ কাজ করা হয়েছে।

সূত্র : বিবিসি



 

Show all comments
  • MD Abu Sayed ২৮ আগস্ট, ২০২০, ২:০৪ পিএম says : 0
    লেবাননেও মাত্র একটি বন্দরে বোমা বিস্ফোরণের জের ধরে জনগণ শোষক সরকারের পতন ঘটিয়েছে,, আর বাঙলাদেশে একযুগের বেশি সময় ধরে জনগণ কিছুই করতে পারেনি,,
    Total Reply(0) Reply
  • MD Jenarul Islam ২৮ আগস্ট, ২০২০, ২:০৪ পিএম says : 0
    জনগন জাগো আর ঘুমের সময় নাই
    Total Reply(0) Reply
  • আমান উল্লাহ ৩১ আগস্ট, ২০২০, ৫:৫৭ এএম says : 0
    জনগন যদি অধৈর্য হয়ে হাতে আর্মস তুলে নিয়ে সরকার ও তার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়, তা হেল ভারতের পক্ষে ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ হয়। সুতরাং দেশ প্রেমিক বাহিনী ও নেতাদের কৌঁশলী হয়ে সমস্যার সমাধান করা দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ