গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে সময় ও কাজের সুযোগ দিয়েছেন, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। অসহায় দুর্দশাগ্রস্ত মানবতার পাশে দাঁড়াতে হবে। ইখলাছের সাথে একমাত্র আল্লাহকে খুশী করার জন্য মানবসেবা করতে হবে। যদি কাজের মধ্যে ইখলাছ না থাকে, আমরা দুনিয়াতে হয়তো কিছু বাহবা পাবো কিন্ত পরকালে এর কোন সাওয়াব পাওয়া যাবে না। ইত্তেফাকুল মুসলিমীনের ঢাকা মহানগর কমিটি গঠন ও বন্যার্তদের মাঝে ত্রাণ রাহমানিয়া দারুল ইসলাম মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুফতি ওযায়ের আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইত্তেফাকুল মুসলিমীন এর মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, ছনটেক মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নূরুল আমিন আতিকী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল আউয়াল, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল গাফফার, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি হাফিজ আহমাদ আমিনী ও মুফতি শামসুল আলম মুহিব্বী। সভায় মুফতি ওযায়ের আমীনকে আহ্বায়ক ও মুফতি রুহুল আমিনকে সদস্য সচিব করে ইত্তেফাকুল মুসলিমীন ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং ইত্তেফাকের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।