Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথিবীপৃষ্ঠ থেকে উধাও ২৮ ট্রিলিয়ন টন বরফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

পৃথিবীপৃষ্ঠ থেকে মারাত্মক হারে কমে গিয়েছে, গলে গিয়েছে বরফ। আর তা নিয়ে মারাত্মক চিন্তিত বিজ্ঞানীরা। সমীক্ষায় দেখা যাচ্ছে, ১৯৯৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়কালে পৃথিবীপৃষ্ঠ হারিয়েছে ২৮ ট্রিলিয়ন টন বরফ। পৃথিবীর মেরু অঞ্চল, পর্বত আর হিমবাহগুলো স্যাটেলাইট জরিপের মাধ্যমে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বিস্ময়কর তথ্য পেয়েছেন। তারা দেখেছেন, গত ২৩ বছরে ক্রমাগতভাবে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের ফলে কীভাবে বিশ্বব্য়াপী উষ্ণতা বাড়ছে এবং বরফের স্তর হারিয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের ব্যাখ্যায়, এই পরিমানে বরফ গলে যাওয়ার ফলে সৌর বিকিরণ প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও কমে আসছে পৃথিবীর। এতে সাদা বরফ অদৃশ্য হচ্ছে এবং কালো সমুদ্র কিংবা মাটি বেরিয়ে আসছে যা কিনা আরো বেশি তাপ শোষণ করছে এবং পৃথিবীকে আরো বেশি উষ্ণ করে তুলছে।
বরফ হারানোর এই মাত্রাকে ‘বিস্ময়কর’ বলেছেন লিডস ইউনিভার্সিটি, এডিনবার্গ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লন্ডন ভিত্তিক বিজ্ঞানীরা। তাঁদের আশঙ্কা, হিমবাহ আর বরফের চাদর গলতে গলতে চলতি শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রে জলের উচ্চতা এক মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এই প্রেক্ষাপট মাথায় রেখে লিডস ইউনিভার্সিটির সেন্টার ফর পোলার অবজারভেশন অ্যান্ড মডেলিং এর পরিচালক অধ্যাপক অ্যান্ডি শেফার্ড বলেন, ‘, সমুদ্রে জলের উচ্চতা প্রতি সেন্টিমিটার বৃদ্ধি পাওয়া মানে এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যূত হবে, বিশেষত যারা অপেক্ষাকৃত নিচু অঞ্চলে বসবাস করে।’
অধ্যাপক শেফার্ড আরও বলেন, ‘অতীতেও হয়তো কেউ অ্যান্টার্কটিক কিংবা গ্রিনল্যান্ড নিয়ে সীমিত পরিসরে গবেষণা করে জানিয়েছেন যে সেখানে বরফ গলছে। কিন্তু এই প্রথম সামগ্রিকভাবে বিশ্ব থেকে যে বিপুল পরিমান বরফ হারিয়ে যাচ্ছে, সেদিকে নজর দেওয়া হয়েছে। আমরা যে তথ্য পাচ্ছি তা সত্যিই স্তব্ধ করে দিয়েছে।’
গবেষকরা বলছেন, গত তিন দশকে প্রায় প্রতিটি অঞ্চলই ব্যাপকভাবে বরফ হারিয়েছে এবং এটি ক্রমাগত চলছে। গবেষক দলের সদস্য লিডস ইউনিভার্সিটির টম স্লেটার বলেন, ‘আমরা যে বরফ হারিয়েছি তার প্রেক্ষাপটে বলতে গেলে, এ ২৮ ট্রিলিয়ন টন বরফ দিয়ে ১০০ মিটার পুরু চাদর তৈরি করে তা দিয়ে গোটা যুক্তরাজ্যকেই ঢেকে দেয়া যেত। এটা অভ‚তপূর্ব।’
খারাপ পরিস্থিতির যে পূর্বাভাস দ্য ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-এর তরফে দেয়া হয়েছিল তার সঙ্গে ব্রিটিশ বিজ্ঞানীদের গবেষণার ফলাফল অনেকটাই মিলে যাচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকা, এশিয়া, কানাডা ও অন্যান্য অঞ্চলের হিমবাহ; আর্কটিক ও এন্টার্কটিকের সামুদ্রিক বরফ; এন্টার্কটিক ও গ্রিনল্যান্ডের ভূমি ঢেকে রাখা বরফের চাদর এবং এন্টার্কটিক ভূখন্ড থেকে সমুদ্রে প্রসারিত বরফের তাক নিয়ে স্যাটেলাইট জরিপ বিশ্লেষণ করেছেন ১৯৯৪ থেকে ২০১৭ পর্যন্ত।
মোটের উপর বিপুল বরফ হারিয়ে ফেলার ফলে বিশ্বে আগামী দিনে কি কি সমস্যা দেখা দিতে পারে তা হিসেব করতে বসেই রীতিমতো চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। গ্লােবাল ওয়ার্মিং যে আগামী দিনে বিশ্বে বড়সড় বিপদ ডেকে আনতে পারে তা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তাঁদের কপালে। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

Show all comments
  • Amitosh Biswas ২৮ আগস্ট, ২০২০, ৪:০৭ এএম says : 0
    এতে এমন সমস্যা কীসের? SSR কে অস্কার দেওয়ার ব্যবস্থা করুন।
    Total Reply(0) Reply
  • Panchanan Jana ২৮ আগস্ট, ২০২০, ৪:০৮ এএম says : 0
    এই রকম নিউজে কোনোও সাড়া নেই জনগনের এই জন‍্যই জনগনকে মরতে হবে ।
    Total Reply(0) Reply
  • Sounak Majumdar ২৮ আগস্ট, ২০২০, ৪:০৮ এএম says : 0
    আধুনিক সভ্যতার বিষ
    Total Reply(0) Reply
  • Paromita Kabashi ২৮ আগস্ট, ২০২০, ৪:০৮ এএম says : 0
    এ থেকে বোঝা যায় আমরা মানব জাতি পৃথিবীর কত কিছু নষ্ট করেছি
    Total Reply(0) Reply
  • Mithun Mandal ২৮ আগস্ট, ২০২০, ৪:০৮ এএম says : 0
    মানুষ মানে আমরা যদি এখনো সচেতন না হয় বা সমস্ত দেশের রাষ্ট্র নেতারা যদি এখনো এই বিষয়ে দৃষ্টিপাত না করে তাহলে আর বেশিদিন বাকি নেই আমাদের ধ্বংসের।সব শেষ হয়ে যাবে খুব শীঘ্রই।
    Total Reply(0) Reply
  • Sampriti Utsav ২৮ আগস্ট, ২০২০, ৪:০৯ এএম says : 0
    ঔদ্ধত্য, আগ্রাসন, আত্মসন্তুষ্ঠি আর একনায়কতান্ত্রিক মনোভাব এর জন্যই আজ এই পরিনতি.! আগামীর পরিনতি আর ও ভয়ংকর হতে চলেছে...
    Total Reply(0) Reply
  • Oziar Rahman ২৮ আগস্ট, ২০২০, ৪:০৯ এএম says : 0
    বিজ্ঞানীরা এই ধারণাটা দিয়েছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল
    Total Reply(0) Reply
  • Arrco Banerjee ২৮ আগস্ট, ২০২০, ৪:০৯ এএম says : 0
    We are responsible for this situation. For our own sake we are encouraging deforestation. Awareness must be spread among the people from now onwards otherwise it will be disastrous.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ