Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিবেশন শুরুর আগে পাঞ্জাবের ২৩ মন্ত্রী বিধায়ক পজেটিভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

আর একদিন পরেই পাঞ্জাবের বিধানসভা অভিবেশন শুরু হওয়ার কথা। তার আগেই করোনা আক্রান্ত হয়েছেন পাঞ্জাবের ২৩ জন মন্ত্রী-বিধায়ক। এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরো ৬৭,১৫১ জন আক্রান্ত হওয়ার ফলে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪-এ এবং ১,০৯৯ জনের প্রাণহানির ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৪৯-এ। যদিও সরকার বলছে যে, পজেটিভের হার ক্রমান্বয়ে হ্রাসের সাথে সাথে বাড়তি পরীক্ষা করা কোভিড-১৯ সংক্রমণের বিস্তার সীমাবদ্ধ রাখতে কার্যকর হিসাবে কাজ করেছে।
ওদিকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাই দিলেন, করোনা থাকবে, তাই বলে কাজ ফেলে রাখা যাবে না। কয়েক মাস পরেই নির্বাচন। নির্বাচন আসবে যাবে, সরকার থাকবে আপনারা থাকবেন, উন্নয়ন থেমে থাকবে না। তাই দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।
এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে গতকাল নতুন করে ২ হাজার ৯৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ৫৫ জনের প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে। এর ফলে রাজ্যে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৭৫৫-এ দাঁড়িয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ