Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও ছয় দিনের রিমান্ডে সাহেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ২:০৮ পিএম

পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের আবারও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য জানান।

এর আগে মো. সাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আব্দুল্লাহ আবু বলেন, দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামমঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গেল ১০ আগস্ট সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়েছিল।

চলতি বছরের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।



 

Show all comments
  • mozibur binkalam ২৬ আগস্ট, ২০২০, ৩:০৭ পিএম says : 0
    ..............র এই নেতা ধরা খাওয়া পরে।এখন টকশোতে যাকে শক্ত করে তেল মারার কথা বলতে শুনি। তখন তার চেহারায় শাহেদের ছবি দেখতে পাই।আর যারা টকশোতে আলোচনা করে তাদের কথা বলতে পারিনা।তবে আমার নিজের মনে হয় লজ্জা নাই।যার জন্য এখনও মাঝে মাঝে টকশো দেখি।
    Total Reply(0) Reply
  • হাফেজ মোহাম্মদ মাহদী হাছান ২৬ আগস্ট, ২০২০, ৮:০৫ পিএম says : 0
    ভালো করে প্রতিদিন তাকে ... থেরাপি দেওয়া হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ