বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে দিনদুপুরে অভিনব কায়দায় দৈনিক ইনকিলাবের লালপুর সাংবাদদাতা আশিকুর রহমান টুটুলের বাড়ি থেকে মনিটর ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।তার বাড়ি উপজেলার ওয়ালিয়া গ্রামে।
সোমবার (২৪ আগষ্ট) দিনের কোন এক সময় এই ঘটনা ঘটে।
সাংবাদিক আশিকুর রহমান জানায়, তার মা রবিবার তার আত্মীয় বাড়ি ঈশ্বরদীতে বেড়াতে যায়।পরে সোমবার সকাল সাড়ে ১১ টায় সে তার বাড়ির সকল কক্ষে তালা দিয়ে তার আত্মীয় বাড়ি ঈশ্বরদীতে বেড়াতে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মা বাড়ি ফিরে বাড়ির মূল দরজার তালা খুলে ঘরের মূল দরজার তালা খুলতে গেলে দেখে তালা উল্টা করে লাগানো আছে। খনেক চেষ্টাকরেও তালা খুলতে ব্যর্থ হয়। পরে সাংবাদিক আশিক এসে অন্যঘর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে দেখে ঘরের ভেতরের বিছানা উল্টানো। পরে তার ঘরে গিয়ে দেখে তার ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারের স্যামসং ১৮.৫ ইঞ্চি এলএডি মনিটর ও নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েগেছে। এছাড়াও তার দুইটি ঘরের বিছানা উল্টানো রয়েছে।
খবর পয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শ কৃষ্ণ মোহন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত অপরাধীদের আইনের আওতাই আনা হবে।,
উল্লেখ্য, গত ২০১৮ সালের ৬মে একই কায়দায় তার চুরির ঘটনা ঘটেছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।