Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরক্কো ইসরাইলকে স্বীকৃতি দেবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১০:১৬ এএম

সংযুক্ত আরব আমিরাতের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নজর আফ্রিকার দেশ মরক্কোর দিকে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে মরক্কোও যেনো আরব আমিরাতের পথ অনুসরণ করে। কিন্তু মরক্কোর প্রধানমন্ত্রী সা’দ দানিয়েল ওসমানি সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার যখন মরক্কো সফর করতে যাচ্ছেন তার আগ মুহূর্তে প্রধানমন্ত্রী দানিয়েল ওসমানি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন। তিনি আর বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রশ্নে মরক্কো কোন রকমের আপস করবে না

তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি আমরা এ কারণে প্রত্যাখ্যান করছি যে, তারা প্রতিমুহূর্তে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করে চলেছে।

জারেড কুশনার আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি আরব দেশ সফর করবেন এবং আরব বিশ্বের বেশ কয়েকটি দেশকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহী করে তোলার চেষ্টা করবেন। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি চুক্তিতে সই করেছেন।

ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে মরক্কোয় বিক্ষোভ
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে নানা রকমের গুজব নাকচ করে আসছে মরক্কো। তারা বারবার বলছে, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রশ্নে মরক্কো কোন রকমের আপস করবে না।

শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৯৩ সালে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে খুব নিচু পর্যায়ের সম্পর্ক শুরু করেছিল মরক্কো কিন্তু ২০০০ সালে ফিলিস্তিনে নতুন করে ইন্তিফাদা বা গণজাগরণ শুরু হলে মরক্কো সে সম্পর্ক স্থগিত করে। পার্সটুডে



 

Show all comments
  • এ, কে, এম জামসেদ ২৫ আগস্ট, ২০২০, ৩:৩৭ পিএম says : 0
    মুসলিম বিশ্বে মরক্কোর কিছু সুনাম আছে, সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করে মুসলিম বিশ্বের সাথে বেঈমানী করেছে। সৌদি আরব কি মুসলিম বিশ্বের সাথে বেঈমানী করবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরক্কো

১১ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ