Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামান্য মলমেই মরবে ভাইরাস

যুগান্তকারী আবিষ্কার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

যন্ত্রণাদায়ক ইনঞ্জেকশন বা ট্যাবলেট নয়, করোনাভাইরাস প্রতিরোধ করা যাবে বিশেষ এক মলমেই। একদল মার্কিন বিজ্ঞানী তাদের নতুন আবিষ্কৃত অয়েন্টটিটিমেন্ট অর্থাৎ মলমের কার্যকারিতা নিয়ে এমনই দাবি করেছেন। ‘আমেরিকান ইনস্টিটিউট অফ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’ (এমআইটি)-এর বিজ্ঞানীদের তৈরি এই মলমের নাম ‘এপিটি-টি৩এক্স’।

এই মলম মাখলেই করোনা সংক্রমণের ঝুঁকি একেবারে কমে যাবে বলে দাবি। ‘এপিটি-টি৩এক্স’ নামের অয়েন্টমেন্টটি পরীক্ষামূলকভাবে প্রয়োগের পর সাফল্যের হার দেখেই ইতিমধ্যে বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে আমেরিকার স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দফতর এফডিএ। সবাই যাতে এই মলমটি ব্যবহার করতে পারেন তার জন্য কেনার সময় কোনও চিকিৎসকের প্রেসক্রিপশনেরও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তারা।

অয়েন্টমেন্ট বানিয়েছেন বিজ্ঞানীদের যে টিম, তার প্রধান গবেষক ডক্টর ব্রায়ান হুবার জানিয়েছেন, বিশ্বের সমস্ত প্রান্তের করোনা সংক্রমণের কেসগুলি স্টাডি করে দেখা গিয়েছে সংক্রমণের মূল রাস্তাই হচ্ছে নাক। নাকের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে করোনা ভাইরাসের কণা শরীরে প্রবেশ করছে। তারপর প্রথমে গলায়, পরে ফুসফুসে সংক্রমণ শুরু হচ্ছে। আর ঠিক এই রাস্তাটিই বন্ধ করে দেবে এই মলম। নাকের মাধ্যমে যে কোনও ভাইরাসের সংক্রমণ রোধ করাই এই গবেষণার প্রধান উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন হুবার।

করোনা রুখতে এই মলম ব্যবহারের জন্য মাখতে হবে নাকে। মলমের যে আস্তরণ নাকের উপর তৈরি হবে তা করোনা ভাইরাসকে আটকাতে সক্ষম হবে। তবে শুঘু করোনা নয়, এই অয়েন্টমেন্টটি যেকোনও ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকরী বলে দাবি এমআইটি’র বিজ্ঞানীদের। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অয়েন্টমেন্ট অনুমোদন পেলেও অন্যান্য দেশের বিজ্ঞানী ও করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণায় যুক্ত গবেষকরা এখনও এর কার্যকারিতা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। সূত্র : ইন্ডিয়া টাইমস।



 

Show all comments
  • Kausar Ahmed Chowdhury ২৫ আগস্ট, ২০২০, ২:৫৮ এএম says : 0
    যুগান্তকারী আবিষ্কার! সামান্য এই মলমেই মরবে করোনা, নয়া গবেষণায় চাঞ্চল্যকর দাবি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ