বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের ভাংগা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের হাবেলী গঙ্গাধরদী গ্রামে মাছের জালপাতাকে কেন্দ্র করে এক সংঘর্ষে গতকাল সোমবার আপন দুই ভাই নিহত হয়। গত রোববার বাড়ির পাশের অগভীর পানিতে মাছের জালপাততে যায় গিয়াস মাতুব্বরের ছেলে রাকিব মাতুব্বর (২০)। এ সময় পাশের সাদ্দাম মাতুব্বর ও তার ছেলে সালাম, আবজাল, জামাল এদের সাথে রাকিব মাতুব্বরের তর্ক হয়। এর জের ধরে গতকাল ভোরে উক্ত সাদ্দাম মাতুব্বর তার ছেলে কামাল, সালাম, আবজাল ও জামাল মিলে গিয়াস মাতুব্বরের ছেলে রাকিব মাতুব্বর (২০) ও শামীম মাতুব্বর (২৫) কে বাড়িতে এসে কুপিয়ে জখম করে। দ্রুত তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাংগা থানা পুলিশ তাৎক্ষণিক এলাকায় গিয়ে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখেন। নিহতদের বাবা গিয়াস মাতুব্বর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার চোখের সামনে যেভাবে সাদ্দাম মাতুব্বর ও তার ছেলেরা আমার দুই ছেলেকে হত্যা করলো আমি শ’ চেষ্টা করেও তাদের বাঁচাতে পারলাম না। প্রধানমন্ত্রীর কাছে আমি ন্যায় বিচার দাবি করছি। এই ঘটনায় ভাংগা থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।