Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলেজছাত্রকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের সিবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেদোয়ান (১৯) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুপিয়ে জখম করা হয়েছে তার ২ ভাই আবদুল্লাহ (১৬) ও ফয়সালকে (৮)। গতকাল রোববার ভোর রাত প্রায় তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেদোয়ানের বাবার নাম মৃত নুরুল হক সিকদার। হত্যাকারী সাহিদা বেগমকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জানা যায়, গত ৯ এপ্রিল কাঁথা-কম্বল রোদে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আলম খানের স্ত্রী সাহিদা বেগমের সাথে নিহত রেদোয়ানের ভাবি রেশমা বেগমের তর্ক-বিতর্ক হয়।
রেশমা বেগম অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে ঘটনার দিন রাত আড়াইটার দিকে সাহিদা (৪০) বেগম ও তার ছেলে ইমরান (১৬) তাদের নির্মাণাধীন ঘরে প্রবেশ করে তার ঘুমন্ত তিন দেবর রেদোয়ান, আবদুল্লাহ ও ফয়সালকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় বাইর থেকে তার রুমে দরজার কড়া রশি দিয়ে বাঁধা ছিল। রুমের ভেতর থেকে তিনি কেবল ডাক-চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিলেন। এক পর্যায়ে তার ছোট দেবর ফয়সাল এসে দরজা খুলে দিলে তাকে রক্তাক্ত অবস্থা দেখতে পান এবং অন্য রুমে গিয়ে তার অপর দুই দেবরকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। এরপর তার ডাকচিৎকারের বাড়ির লোকজন এগিয়ে আসেন।
ঘটনার সময় রেদোয়ানে মা মমতাজ বেগম ও বড় ভাই দ্বিনার সিকদার বাড়ি ছিলেন না। ওই সময় তারা ঢাকায় অবস্থান করছিলেন।
স্থানীয় ইউপি মেম্বার বাবুল হোসেন জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে গিয়ে ও চৌকিদার চুন্নু হাওলাদারের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাই আবদুল্লাহ ও ফয়সালকে ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত রেদোয়ান কালিশুরী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। এ ছাড়াও তার অপর দুই ভাই আবদুল্লাহ কালিশুরী এসএ ইনিস্টিটিউটের নবম শ্রেণীতে এবং ফয়সাল স্থানীয় একটি হাফেজি মাদরাসা পড়াশুনা করছেন।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার সকাল ৯টার দিকে কালিশুরী কুমারখালী বাজারের কাছ থেকে সাহিদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে। তার ছেলে ইমরান পলাতক রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে-হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ