মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বেলারুশের যে সমস্ত বিরোধী নেতা পশ্চিমা দেশগুলোতে চলে গেছেন তারা মূলত দেশের ভেতরের রক্তপাত চাইছেন। রোববার সের্গেই ল্যাভরভ একথা বলেছেন। তিনি বলেন, বেলারুশের বিরোধী নেতা সিভিয়াতলানা তিকানভোসকায়া যিনি দুই সপ্তাহ আগে দেশজুড়ে পাশ্চাত্যে চলে গেছেন তিনি চাপের মুখে ইংরেজি ভাষায় নানা ধরনের বিবৃতি দিতে শুরু করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো নির্বাচনে বিজয়ী হন নি তা প্রমাণ করা অসম্ভব। দেশটির চলমান সঙ্কট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি বৃহত্তর সংলাপ শুরুর আহবান জানান ল্যাভরভ। গত ৯ আগস্ট বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেংকোর কাছে তিকানভোসকায়া বিরাট ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে লুকাশেংকো শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছেন বলে বেলারুশের নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে। কিন্তু নির্বাচনের ফল মানতে রাজি নন বিরোধী নেতা তিকানভোসকায়া। তিনিসহ বিরোধী নেতারা লুকাশেংকোর পদত্যাগ দাবি করে আসছেন। এজন্য বেলারুশের রাস্তায় রাস্তায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং এই বিক্ষোভের প্রতি সমর্থন দিচ্ছে ইউরোপ এবং পাশ্চাত্যের দেশগুলো। আরটি, তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।