মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলার ওপর আমেরিকার আরোপিত একতরফা তেল নিষেধাজ্ঞা ভাঙতে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
তিনি রোববার ভেনিজুয়েলার সরকারি টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে ওই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় ইরানের অভিজ্ঞতাও কাজে লাগানোর চেষ্টা করছে তার সরকার।
নিকোলাস মাদুরো এর আগেও ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভেনিজুয়েলা একা নয় বরং তার এমন কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যারা কঠিন সময়ে কারাকাসের পাশে দাঁড়িয়েছে।
আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন ভেনিজুয়েলায় সম্প্রতি পাঁচটি ট্যাংকারে করে প্রায় ১৫ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে। ইরানি তেল যাওয়ার আগে ভেনিজুয়েলায় জ্বালানীর মারাত্মক ঘাটতি দেখা দিয়েছিল।
মার্কিন সরকার ইরানি তেল ট্যাংকারকে সমুদ্রে আটকে দেবে বা ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়ার পরও তেহরান ওই পাঁচ তেল ট্যাংকার ভেনিজুয়েলায় পাঠয়েছিল।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।