Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসায় কাজ করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর পূর্ব রামপুরা এলাকার একটি বাসায় কাজ করতে গিয়ে ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছে ওই কিশোরীর বাবা। 

গতকাল রামপুরা থানার এসআই মো. তৌহিদুল ইসলাম জানান, কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া গতকাল অভিযুক্ত মোর্শেদুলকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব রামপুরায় মা-বাবার সাথে থাকে ওই কিশোরী। পুর্ব পরিচয়ের সূত্র ধরে রিকশাচালক বাবার সঙ্গে ধর্ষক মোর্শেদুল মাঝেমাঝেই তাদের বাসায় যাওয়া আসা করতো। মাঝেমাঝেই ওই কিশোরী তার বাসায় গিয়ে বাসার কাজ করে দিয়ে আসতো। গত এক সপ্তাহ আগে মোর্শেদুল ওই কিশোরীকে কাজের কথা বলে তার বাসায় নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তবে কিশোরী বাসায় ফিরে ভয়ে কাউকে কিছু বলেনি। পরিবারের লোকজনও বিষয়টি জানার পরেও চুপ ছিল। গত শনিবার তাদের এক প্রতিবেশী বিষয়টি থানায় জানালে পরে ধর্ষিতার পরিবারকে থানায় ডেকে আনা হয়। এরপর ঘটনা বিস্তারিত শুনে মামলা নেওয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ