নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের স্বনামধন্য ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু, ফজলুর রহমান বাবুল, শওকত আলী খান জাহাঙ্গীর,আসাদুজ্জামান কোহিনুর ও অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুসহ বেশ ক’জন সাবেক ও বর্তমান খেলোয়াড় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার এই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ ও আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপলের নাম। ২২ আগস্ট পরীক্ষা করে রোববার রিপোর্ট হাতে পেয়ে চপল জেনেছেন তার করোনা পজিটিভ। আপাতত এই ক্রীড়া সংগঠক নিজ বাড়িতে বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। নিজের শারীরিক অবস্থা নিয়ে চপল বলেন, ‘আরচ্যারির সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা হচ্ছে। পাশাপাশি আমিও অন্য জায়গায় পরীক্ষা করিয়েছি। কিন্তু সবাই সুস্থ থাকলেও আমি পজিটিভ হয়ে গেলাম। যদিও এখন পর্যন্ত তেমন কোনো জটিলতা নেই। নিজ বাড়িতেই আছি, সবার কাছে দোয়া চাইছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।