Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে করোনা আক্রান্ত ৩০ লাখ : মৃত্যু ৫৫,৯৭৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১১:০৬ এএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে ভারতের অবস্থা সবচেয়ে খাবার। প্রতিবেশি পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ভুটানের তুলনায় সে দেশের অবস্থা খুবই খারাপ। ইতোমধ্যে আক্রান্ত ৩০ লাখ আর মৃত্যু ৬০ হাজার ছুই ছুই করছে।
এদিকে ২০ লাখ থেকে ৩০ লাখে পৌঁছতে সময় লাগল মাত্র ১৫ দিন। ভারতে করোনা রোগীর সংখ্যা বেসরকারি ভাবে আজ ৩০ লাখ পেরোল।

যদিও সে দেশের সরকারি ভাবে আজ এ দেশে সংক্রমিতের সংখ্যা ২৯,৭৫,৭০১। যা আসলে গত কালের হিসেব। আজ সারাদিনের সংক্রমিতের সংখ্যা হিসেব করে ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে, ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ লাখ পেরিয়ে গিয়েছে। সব মিলিয়ে দিনের শেষে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৪৩,৪৩৬ জন। এ দিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৬৯,৮৭৪ জন। যা নতুন রেকর্ড। গত এক দিনে মারা গিয়েছেন ৯৪৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫,৯৭৪ জনের। আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ