গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রিংলার আকর্ষিক বাংলাদেশ সফর ঘিরে জনমনে যে সন্দেহের সৃষ্টি হয়েছে সরকারকে তা দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে কি আলোচনা হয়েছে দেশবাসীকে তা জানাতে হবে। যারা প্রয়োজনের সময় পিঁয়াজ দেয় না তার কিভাবে বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেবে? বলা হয়েছে সফল আলোচনা হয়েছে কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়ে কি সমাধান হয়েছে, সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা বন্ধের বিষয়ে কি সমাধান হয়েছে? ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল বিষয় কি ছিলো জাতি তা জানতে চায়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।
গতকাল রাতে খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক মো. আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, বুরহান উদ্দিন সিদ্দকিী, ডাঃ রিফাত হোসনে মালিক ও মুফতি সাইয়্যেদুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।