বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরুকে গতকাল মঙ্গলবার দেখেতে গিয়ে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ডাকসু ভবনের ভেতরে ভিপি নুরুল হক নুরু ও তার সহযোগীদের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে বর্বর ও নৃশংস হামলা চালিয়েছে।
তিনি ভিপি নুরুর ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, এ হামলার দায় সরকার ও ঢাবি কর্তৃপক্ষ কোনো ভাবেই এড়াতে পারে না। তিনি আরো বলেন, ভিপি নুরু ছাত্র সমাজের অধিকার, দেশ জাতীর পক্ষে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসসহ সকল অন্যায় অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন।
তিনি ভিপি নুরুকে উদ্দেশ্য করে বলেন, আপনি সকল জুলুম ও অপশক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে যান। দেশবাসী আপনার সাথে থাকবে। তিনি ভিপি নুরুর চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মদ ফয়সাল ও মুফতি আব্দুর রহীম সাঈদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।