Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ার মেঘনায় উদ্ধারকারী জাহাজ ডুবি, নিখোঁজ-২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৬:৩৩ পিএম

হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব মেঘনা নদীতে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করতে এসে একটি কাটবোর্ড (উদ্ধারকারী জাহাজ) ডুবির ঘটনা ঘটেছে। কাটবোর্ডটিতে থাকা ৬জনের মধ্যে ৪জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ আছেন ২ জন।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে হাতিয়া ও বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে যাওয়া মালবাহী জাহাজটি উদ্ধার করেতে চট্টগ্রাম থেকে আসে একটি কাটবোর্ড। দুপুরের দিকে ডুবে যাওয়া জাহাজটি টেনে নিয়ে যাওয়ার সময় ৬জন কর্মকর্তা কর্মচারী নিয়ে ডুবে যায় কাটবোর্ডটি। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেলেদের সহযোগিতায় ৪জনকে উদ্ধার করে। অপর দুইজন নিখোঁজ রয়েছে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া কাটবোর্ডের ৪জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকাডুবি

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ