নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : গল টেস্টের তৃতীয় দিনে পতন হল মোট ২১ উইকেট! দুই ইনিংস মিলে অস্ট্রেলিয়ার ১১টি, মাঝে শ্রীলঙ্কার অল-আউট ২৩৭ রানে! দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান। জয়ের জন্য তাদের এখনো চায় ৩৮৮, শ্রীলঙ্কার ৭ উইকেট।
গব মিলে রেকর্ডময় একটা দিন উপহার দিয়েছে গল। টেস্ট ক্রিকেট ইতিহাসের ৪২তম হ্যাটট্রিক করেন অফ স্পিনার রঙ্গনা হেরাথ, লঙ্কানদের হয়ে যা দ্বিতীয়। এর আগে ১৯৯৯ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কানদের হয়ে একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন বাঁ-হাতি পেসার নুয়ান জয়সা। তবে এক জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন হ্যাটট্রিক করা তৃতীয় বাঁ-হাতি এই স্পিনার, সবচেয়ে বেশি বয়সে (৩৮ বছর ১৩৯ দিন) হ্যাটট্রিকের রেকর্ড এখন তার। হ্যাটট্রিকটি উদযাপনের জন্য অপেক্ষা করতে হয়েছিল হেরাথকে। স্টার্কের সেই এলবিডবিøউ-এর মাধ্যমে প্রথমবারের মত ডিআরএস পদ্ধতিতে কোন বোলারের হ্যাটট্রিক নির্ধারণ হলো। ৫৪ রানে ২ উইকেট নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথমে টানা দুই বলে হারান উসমান খাজা ও স্টিভেন স্মিথকে। এরপর ২৫তম ওভারের শেষ তিন বলে আসে হেরাথের সেই ধাক্কা। মাত্র ৩৩.২ ওভার আর ১০৬ রানেই গুটিয়ে গেল সফরকারীদের ইনিংস, লঙ্কানদের বিপক্ষে যা তাদের সর্বনিম্ন রানের রেকর্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।