Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গলে উইকেট-বৃষ্টি

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের তৃতীয় দিনে পতন হল মোট ২১ উইকেট! দুই ইনিংস মিলে অস্ট্রেলিয়ার ১১টি, মাঝে শ্রীলঙ্কার অল-আউট ২৩৭ রানে! দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান। জয়ের জন্য তাদের এখনো চায় ৩৮৮, শ্রীলঙ্কার ৭ উইকেট।
গব মিলে রেকর্ডময় একটা দিন উপহার দিয়েছে গল। টেস্ট ক্রিকেট ইতিহাসের ৪২তম হ্যাটট্রিক করেন অফ স্পিনার রঙ্গনা হেরাথ, লঙ্কানদের হয়ে যা দ্বিতীয়। এর আগে ১৯৯৯ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কানদের হয়ে একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন বাঁ-হাতি পেসার নুয়ান জয়সা। তবে এক জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন হ্যাটট্রিক করা তৃতীয় বাঁ-হাতি এই স্পিনার, সবচেয়ে বেশি বয়সে (৩৮ বছর ১৩৯ দিন) হ্যাটট্রিকের রেকর্ড এখন তার। হ্যাটট্রিকটি উদযাপনের জন্য অপেক্ষা করতে হয়েছিল হেরাথকে। স্টার্কের সেই এলবিডবিøউ-এর মাধ্যমে প্রথমবারের মত ডিআরএস পদ্ধতিতে কোন বোলারের হ্যাটট্রিক নির্ধারণ হলো।
৫৪ রানে ২ উইকেট নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথমে টানা দুই বলে হারান উসমান খাজা ও স্টিভেন স্মিথকে। এরপর ২৫তম ওভারের শেষ তিন বলে আসে হেরাথের সেই ধাক্কা। মাত্র ৩৩.২ ওভার আর ১০৬ রানেই গুটিয়ে গেল সফরকারীদের ইনিংস, লঙ্কানদের বিপক্ষে যা তাদের সর্বনিম্ন রানের রেকর্ড। লঙ্কানরা লিড পায় ১৭৫ রানের। হ্যাটট্রিকসহ হেরাথ নেন ৪ উইকেট, সমান সংখ্যক উইকেট নেন সহযোদ্ধা অফস্পিনার দিলরুয়ান।
শুষ্ক পিচে অজিরাও বসে থাকেনি। তবে লঙ্কানদের স্পিনের জবাবে তারা জবাব দিয়েছে পেস আক্রমণ দিয়ে। দুপুর বিরতের আগে লঙ্কান ৩ ব্যাটসম্যানকে ফেরত পাঠায় তারা। মোট ১১ উইকেট পড়ে প্রথম সেশনেই। বিরতির পরও চলতে থাকে উইকেট-বৃষ্টি। তবে কিছুটা ওয়ানডে মেজাজে খেলে লিডটা ৩’শর কাছাকাছি নিয়ে যান কুসল মেন্ডিস (৩৫) ও অধিনায়ক এঞ্জেলো ম্যাথিউস (৪৭)। ১২১ রানে ৬ উইকেট পড়ার পর ৬৪ রানের এক ঝলমলে ইনিংস খেলেন দিলরুয়ান পেরেরা। লঙ্কান শিবিরে দ্বিতীয় ইনিংসেও মহাজজ্ঞ চালান প্রথম ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নেয়া মিচেল স্টার্ক। এবার ৫০ রানে নিলেন ৬ উইকেট। সব মিলে ৯৪ রানে ১১ উইকেট। শ্রীলঙ্কায় সফরকারী কোন বোলার হিসেবে স্টার্কের এইট দ্বিতীয় সেরা। এর আগে ৭১ রানে ১১ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মাদ আসিফ। তবে গলে প্রথম পেসার হিসেবে ১০ উইকেট নিলেন স্টার্ক। লঙ্কানরা অল-আউট হল ২৩৭ রানে। ততক্ষণে স্বাগতিকদের লিড ফুলেফেঁপে ৪১২।
জবাবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসও হলো প্রথম ইনিংসের মত দুঃস্বপ্নের। মাত্র ১০ রানেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। প্রথম ওভারেই ফেরেন জো বার্নস। চতুর্থ ওভারে এক দিনে দুই হ্যাটট্রিকের বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। পর পর দুই বলে দিলরুয়ান ফেরান নাথান লায়ন ও উসমান খাজাকে। দিলরুয়ানের হ্যাটট্রিক রুখে দেন অজি অধিনায়ক স্মিথ। কিন্তু দলের হার কি রুখতে পারবেন তিনি? যে দল উপমহাদেশে দুই’শ’র বেশি লক্ষ্যে জিতেছে মাত্র একবার, সেই দলের কাছে হাতে ৭ উইকেট নিয়ে ৩৮৮ রান পাড়ি দেয়া তো ডিঙি নৌকায় মহাসাগর পাড়ি দেয়ার মতই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলে উইকেট-বৃষ্টি

৬ আগস্ট, ২০১৬
৬ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ