Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুবই খুশির খবর আমাদের দেশে সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব- সিলেটে ড. মোমেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৬:৩০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। সুতরাং দুই দেশ মিলে অনেক প্রোগ্রাম একসঙ্গে করি আমরা। তিনি বলেন, খুবই খুশির খবর যে- ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তাঁর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে। আজ বুধবার (১৯ আগস্ট) সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধনকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে ভারতে। সে ভ্যাকসিন আমরা কি-ভাবে পাবো সে বিষয়ে আলাপ হবে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে। উল্লেখ্য, আজ বুধবার (১৯ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এমপি। সিলেট জেলা প্রশাসকের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচনের পরে এতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন মন্ত্রী। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় করা হয় মোনাজাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ