Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:২৪ পিএম

ফরিদপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতের নাম, মোঃ সালাহউদ্দিন (২৬)। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার রামকান্তপুর গ্রামে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ সন্ধ্যা ০৬.৩০ টায় ফরিদপুরের নগরকান্দা থানার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ০১টি মোবাইল ফোন ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ০৪টি বই উদ্ধার করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সালাহউদ্দিন ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইনে প্রচারণা করে আসছিলেন। তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ