Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প ভুল প্রেসিডেন্ট

ডেমোক্র্যাট কনভেনশনে মিশেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

মার্কিন জাতির জন্য ডোনাল্ড ট্রাম্প একজন ভুল প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। সোমবার উইসকনসিন রাজ্যের মিলওয়াকি শহরে ডেমোক্র্যাটিক দলের চার দিনের জাতীয় কনভেনশনের প্রথম দিনে ভাষণে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটিক দল। সোমবার থেকে শুরু হওয়া জাতীয় কনভেনশনের প্রথম দিনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে দেশের আগামী শীর্ষ নেতা হিসেবে তুলে ধরেন একের পর এক বক্তা। তাদের বার্তা পরিস্কার, ডেনাল্ড ট্রাম্প নয়, বাইডেনই দেশকে করোনা মহামারি ও অর্থনৈতিক বিপর্যয় থেকে উদ্ধার করতে পারবেন। উল্লেখ্য, বর্তমান করোনা সংকটের কারণে প্রায় পুরোপুরি অনলাইন পদ্ধতিতে চলছে ডেমোক্র্যাটিক দলীয় সম্মেলন।

উদ্বোধনী অধিবেশনে ভাষণে মিশেল ওবামা বলেন, ‘দেশের এমন কঠিন সময়ে যখনই মানুষ নেতৃত্ব, সান্ত¡না বা কিছুটা স্থিতিশীলতার জন্য হোয়াইট হাউসের দিকে তাকিয়েছেন, এ সবের বদলে ভাগ্যে জুটেছে শুধু অরাজকতা, বিভাজন এবং সহানুভ‚তির চরম অভাব।’ তিনি বলেন, ‘যতটা সম্ভব সৎ ও পরিষ্কার করে বলার চেষ্টা করছি, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করার জন্য, নিজেকে প্রমাণ করার যথেষ্ট সময় পেয়েও ব্যর্থ হয়েছেন। ট্রাম্প এমন কোনো ব্যক্তি নন, যাকে আমাদের প্রয়োজন। তিনি তার সময়কে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন।’ আসন্ন নির্বাচনে পরিবর্তন না এলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘বর্তমান অরাজকতা বন্ধ করতে হলে আমাদের জো বাইডেনকে ভোট দিতে হবে। মনে করতে হবে, এই সিদ্ধান্তের উপর আমাদের জীবন নির্ভর করছে।’

আমেরিকার ইতিহাসে সম্ভবত মিশেল ওবামাই কোনো সাবেক ফার্স্ট লেডি, যিনি ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের সরাসরি সমালোচনা করে বক্তব্য দিলেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্টরাও সাধারণত কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিপক্ষে কথা বলেন না। আর ফার্স্ট লেডিরা সব সময় রাজনৈতিক বক্তব্য এড়িয়ে চলেন। দলীয় সম্মেলনের প্রথম দিনে মিশেল ওবামা ছাড়াও দলের একাধিক সমর্থক বক্তব্য রাখেন। তাদের মধ্যে অনেকেই নানা সম্প্রদায়ের মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরতে চাইছে ডেমোক্র্যাটিক দল। সব বক্তাই ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা ও বিভাজনের নীতির সমালোচনা করেন। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এ প্রসঙ্গে দেশের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রাথমিক বিভাজন সৃষ্টি করেন নি, বিভাজনই ট্রাম্পকে সৃষ্টি করেছে। ট্রাম্প শুধু সেই বিভাজন আরও তীব্র করে তুলেছেন।’

বাইডেনকে ঘিরে ঐক্যের বার্তা তুলে ধরতে দলীয় সম্মেলনে নিউ জার্সির প্রাক্তন গভর্নর ক্রিস্টিন টড উইটম্যান ও ওহায়ো রাজ্যের সাবেক গভর্নর জন ক্যাসিচসহ ক্ষমতাসীন রিপাবলিকান দলের কয়েকজন বিশিষ্ট বক্তাও উপস্থিত ছিলেন। ক্যাসিচ বলেন, ‘সারা জীবন রিপাবলিকান ছিলাম। কিন্তু দেশের প্রতি আমার দায়িত্ব এর চেয়ে বড়। স্বাভাবিক সময়ে আমি কখনোই ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে আসতাম না। কিন্তু এখন সময় স্বাভাবিক নয়।’

রক্ষণশীল শিবিরের এমন সব প্রতিনিধির সঙ্গে ডেমোক্র্যাটিক দলের বামপন্থি নেতা বার্নি সান্ডার্সও সোমবার একই মঞ্চে বাইডেনের পক্ষে ও ট্রাম্পের বিপক্ষে অবস্থান নেন। নিজের সমর্থকদের উদ্দেশ্যে সান্ডার্স বলেন, ‘মতপার্থক্য সত্তে¡ও বামপন্থি শিবিরের এগিয়ে যাওয়ার সেরা পথ হবে ডেমোক্র্যাটিক দলের নেতাকে ভোট দেয়া।’ তিনিও সতর্ক করে দিয়ে বলেন, ‘ডেনাল্ড ট্রাম্প পুনর্র্নিবাচিত হলে যেটুকু অগ্রগতি হয়েছে, সে সব বানচাল হয়ে যাবে।’ তার মতে, ট্রাম্প দেশকে স্বৈরতন্ত্রের দিকে চালিত করছেন। তাই আসন্ন নির্বাচনে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ণয় করা হতে পারে।

ডেমোক্র্যাটিক দলের কনভেনশনের শেষ দিনে, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হবে। তবে করোনা সংকটের কারণে তিনি সশরীরে উপস্থিত থাকবেন না। ডেলাওয়্যার রাজ্য থেকেই ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাইডেন মনোনয়ন গ্রহণ করবেন। সূত্র : ডিপিএ, এএফপি।



 

Show all comments
  • হারুণ ১৯ আগস্ট, ২০২০, ২:৫৫ এএম says : 0
    মিশেল ওবামা একদম ঠিক কথা বলেছেন
    Total Reply(0) Reply
  • নাজমুল হাসান ১৯ আগস্ট, ২০২০, ২:৫৬ এএম says : 0
    ট্রাম্প আমেরিকাকে কমপক্ষে 20 বছর পিছিয়ে দিয়েছে
    Total Reply(0) Reply
  • ফারজানা ১৯ আগস্ট, ২০২০, ২:৫৭ এএম says : 0
    100 ভাগ সত্য কথা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ