Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাম্বিয়া ও ইসরায়েলসহ বেশকিছু দেশে নানা ইস্যুতে বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ৯:০৪ এএম

করোনাকালীন লকডাউন প্রত্যাহার ও সরকারের দুর্নীতিবিরোধী ইস্যুসহ নানা কারণে কলাম্বিয়া, দক্ষিণ কোরিয়া, এস্তোনিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্রের মিশিগান, জর্জিয়া, ব্রুকলিন ও ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে।  -আল জাজিরা, বিবিসি

 

গত পাঁচ মাস ধরে কলম্বিয়ায় চলছে করোনাভাইরাসজনিত লকডাউন। তাই সোমবার কলাম্বিয়ার রাজধানী বোগোটাতে দোকানমালিক ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা একজোট হয়ে লকডাউন খুলে দিয়ে অর্থনৈতিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বিক্ষোভ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধে দুর্নীতি এবং করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে অদক্ষতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শতশত ইসরায়েলি। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস জনিত নিষেধাজ্ঞা অমান্য করে প্রেসিডেন্ট মুন জে ইনের নীতির বিরুদ্ধে সিউলের রাজপথে নেমে এসেছে হাজারো বিক্ষোভকারী। তারা মুনের বিরুদ্ধে নীতি-নির্ধারণী ব্যর্থতা, নির্বাচনে জালিয়াতি এবং পরমাণু অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করার অভিযোগ এনে তার পদত্যাগ দাবী করেন।

 

এস্তোনিয়ায় সরকারের বর্তমান বন নীতির প্রতিবাদ জানিয়ে শত শত বিক্ষোভকারী পারালেপা ফরেস্ট পার্কে অবস্থান নেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া, মিশিগানসহ কয়েকটি রাজ্যে ডানপন্থী এবং উদারপন্থীদের বিক্ষোভে সংঘর্ষ হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিনে অ্যান্টিফা বিক্ষোভকারীরা দোকানপাট ভাঙচুর করে ও পুলিশের ওপর হামলা চালায়। ব্রিটেনে এ- লেভেল পরীক্ষায় গণহারে ফলাফল বিপর্যয়ের প্রতিবাদে ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভে নেমে এসেছে ইংল্যান্ডের শিক্ষার্র্থীরা। প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী বলছে, কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে পরীক্ষায় অংশ নেয়ায় তাদের শিক্ষকদের পূর্বানুমানের চেয়ে ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। 

কলাম্বিয়া  ইসরায়েলসহ বেশকিছু দেশে নানা ইস্যুতে বিক্ষোভ অব্যাহত

 

ইনকিলাব ডেস্ক : করোনাকালীন লকডাউন প্রত্যাহার ও সরকারের দুর্নীতিবিরোধী ইস্যুসহ নানা কারণে কলাম্বিয়া, দক্ষিণ কোরিয়া, এস্তোনিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্রের মিশিগান, জর্জিয়া, ব্রুকলিন  ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে।  -আল জাজিরা, বিবিসি

 

গত পাঁচ মাস ধরে কলম্বিয়ায় চলছে করোনাভাইরাসজনিত লকডাউন। তাই সোমবার কলাম্বিয়ার রাজধানী বোগোটাতে দোকানমালিক ব্যবসায়ী  খুচরা বিক্রেতারা একজোট হয়ে লকডাউন খুলে দিয়ে অর্থনৈতিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বিক্ষোভ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধে দুর্নীতি এবং করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে অদক্ষতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শতশত ইসরায়েলি। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস জনিত নিষেধাজ্ঞা অমান্য করে প্রেসিডেন্ট মুন জে ইনের নীতির বিরুদ্ধে সিউলের রাজপথে নেমে এসেছে হাজারো বিক্ষোভকারী। তারা মুনের বিরুদ্ধে নীতি-নির্ধারণী ব্যর্থতানির্বাচনে জালিয়াতি এবং পরমাণু অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করার অভিযোগ এনে তার পদত্যাগ দাবী করেন।

এস্তোনিয়ায় সরকারের বর্তমান বন নীতির প্রতিবাদ জানিয়ে শত শত বিক্ষোভকারী পারালেপা ফরেস্ট পার্কে অবস্থান নেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়ামিশিগানসহ কয়েকটি রাজ্যে ডানপন্থী এবং উদারপন্থীদের বিক্ষোভে সংঘর্ষ হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিনে অ্যান্টিফা বিক্ষোভকারীরা দোকানপাট ভাঙচুর করে  পুলিশের ওপর হামলা চালায়। ব্রিটেনে লেভেল পরীক্ষায় গণহারে ফলাফল বিপর্যয়ের প্রতিবাদে ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভে নেমে এসেছে ইংল্যান্ডের শিক্ষার্র্থীরা। প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী বলছেকম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করে পরীক্ষায় অংশ নেয়ায় তাদের শিক্ষকদের পূর্বানুমানের চেয়ে ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ