Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুই গ্রামের দায়িত্বে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

মহামারি করোনার সঙ্কটে বলিউডের অনেক তারকাই অভাবগ্রস্তদের সহযোগিতার জন্য নানা উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ভারতের মহারাষ্ট্রের পাথাড়ি ও সাকুর নামে দুটি গ্রামের দায়িত্ব নিলেন। এই গ্রামে যারা অপুষ্টিতে ভুগছেন তাদেরকে আগামী তিন বছর খাবার সরবরাহ করবেন।
জ্যাকলিন ফার্নান্দেজ বলেন, ‘দুটি গ্রামের ১৫৫০ জন বাসিন্দা এই প্রজেক্টের আওতাভ‚ক্ত। শিশুসহ অপুষ্টিতে ভোগা নারী-পুরুষ এ তালিকায় রয়েছেন। তাদেরকে নিয়ে সচেতনতামূলক সেশনও অনুষ্ঠিত হবে। নবজাতকদের যত্ম নেওয়ার জন্য ১৫০ নারীকে নিয়োগ করার পরিকল্পনা করেছি, আর তাদেরকে প্রশিক্ষণ দিতে ৭ জন ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘পরিকল্পনা আছে, ২০টি পরিবারের স্বাস্থ্যের উপর নজর রাখার। সেই সঙ্গে তাদের অপুষ্টি দূর করার জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করার। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা বাবা-মা আমাকে দিয়েছেন। আর এই প্রকল্প হাতে নেওয়ায় তারা আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।’
বলিউড ইন্ডাস্ট্রির কলাকুশলীরা ধীরে ধীরে কাজে ফিরছেন। কাজে ফেরার বিষয়ে জ্যাকলিন বলেন-‘অ্যাটাক’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছি। তবে শুটিংয়ে ফিরতে কিছুটা সময় লাগবে। কারণ এই পরিবেশে অভ্যস্ত হওয়ার বিষয় রয়েছে। আশা করছি, খুব শিগগির কাজে ফিরতে পারবো।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ