মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতিহাস গড়ে ভার্চুয়ালি শুরু হচ্ছে মার্কিন ডেমোক্রেট দলের নির্বাচনী সম্মেলন।সোমবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে নিজেদের দলের জাতীয় সম্মেলন শুরু করবে মার্কিন নির্বাচনের ডেমোক্রেট দল। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে লড়তে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট দলের মনোনায়ন গ্রহণ করবেন জো বাইডেন। -এবিসি নিউজ
‘ইউর ভয়েস ইউর ভোট’ গানে শিল্পীরা উদ্বোধন করবেন এই অনলাইন লাইভ স্ট্রিমিং। প্রতিদিন ২ঘণ্টা করে ৪দিনব্যাপি এ সম্মেলন অনুষ্ঠান আয়োজিত হবে। বেশিরভাগ বক্তৃতাই পূর্বে রেকর্ড করে রাখা হয়েছে। বক্তৃতা রাখবেন সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট, হাই-প্রোফাইল সিনেটর, দলের সাবেক কর্মকর্তা এবং উঠতি তরুণ সদস্যরা। সেই সঙ্গে সাবেক রিপাবলিকান গর্ভনর ও প্রেসিডেন্ট প্রার্থী এবং ট্রাম্পের সমালোচকরাও এই আয়োজনে অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিনে বক্তৃতা রাখবেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, সিনেটর বার্নি স্যান্ডার্স, নিউইয়র্কের গর্ভনর অ্যান্ডু কুমেও, প্রচারণা দলের প্রধান বার্নি থম্পসনসহ অন্যান্যরা। পারফর্ম করবেন শিল্পী ও গীতিকার ম্যাগি রোগের্স ও গায়ক লিওন ব্রিজেস । এক বিজ্ঞপ্তিতে ডেমোক্রেট শিবির বলেছে, এই ভার্চুয়াল সম্মেলনের মূল ভিত্তি হবে ঐক্য, অগ্রগতি এবং ঐতিহ্য। অন্যদিকে আগামী ২৪আগস্ট রিপাবলিকান দলের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি হোয়াইট হাউসের বাগান থেকে সম্মেলনের ভাষণ দিতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।