Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিবিআই’র অভিযান অপহৃত ২ কিশোরী উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ৮:৫১ পিএম

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার পৃথক অভিযানে গতকাল রোববার অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তারা হলো বোয়ালখালী উপজেলার করলডেঙ্গার আব্দুর শুক্কুরের কন্যা মেহেরুন নেছা (১৪) ও বাঁশখালীর ছনুয়ার ফজলুল করিমের কন্যা মর্জিনা সোলতানা (১৪)।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মোহাম্মদ হারুন বলেন, করলডেঙ্গা আদর্শ গ্রামের মো. আরিফের বাড়ি থেকে মেহেরুনকে উদ্ধার করা হয়। গত ২ জুলাই একই এলাকার বাসিন্দা মো. আরিফ ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এই ঘটনায় কিশোরীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
অন্যদিকে মর্জিনাকে ৩০ জানুয়ারি ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে টিএন্ডটির মাঠ থেকে অপহরণ করে রেজাউল আজিম ও তার সহযোগীরা। এ মামলার আইও এসআই মানিক ঘোষ অপহৃতকে উদ্ধার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিবিআই

৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ