Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপার্জনের একমাত্র উৎস্য সমুদ্র সৈকতটিও বন্ধ করে দিল ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ৪:৩৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থানীয় সময় শনিবার থেকে তাদের উপার্জনের একমাত্র উৎস্য সমূদ্র সৈকত বন্ধ করে দিয়েছে ইসরাইল।
অবরুদ্ধ গাজার মানুষজন সমুদ্রে মৎস্য শিকার করে জীবীকা নির্বাহ করে আসছেন। এটি বন্ধ করে দেয়ায় তারা এখন বেকার হয়ে পড়েছেন।
গত এক মাস ধরে গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। ইসরাইলের দাবি ফিলিস্থিনা আগুনে রকেট উড়িয়ে তারা তাদের ফসলের ব্যাপক ক্ষতি করছে। খবর আরব নিউজের।
গাজায় বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট ছোঁড়া হয়।
ইসরাইল বলছে, তাদের আয়রন ডোম ফিলিস্তিনিদের ছোঁড়া ওই রকেট দুটি মাটিতে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করেছে।
কিন্তু ইসরাইলের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনি রকেটের আঘাতে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ৫৮ বছর বযসী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।



 

Show all comments
  • saif ১৬ আগস্ট, ২০২০, ৫:৩২ পিএম says : 0
    উল্লাশ কর মুসলিম উল্লাশ কর, উদর পিন্ডি ভূদড় ঘাড়ে দিয়ে উল্লাশ কর। নিজের দোশ কিভাবে অন্যের ঘাড়ে দিয়ে কিংবা কোন যুক্তিদিয়ে নিজের অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা যায় সেই খেলায় মত্ত থাকো, নিজের মুর্খতায় যেটা জেনেছি, যে জাতির উপর আল্লাহ্‌ নারাজ হণ আজাব তাদের উপরই নেমে আসে, আল্লাহ্‌ আমাদের ঘুম ভাঙ্গিয়ে দিন। আমরা যে মুসলমান এটা জানার এবং বোঝার তৌফিক প্রধান করুণ। তিনি মহান, পরম দয়ালু।
    Total Reply(0) Reply
  • saif ১৬ আগস্ট, ২০২০, ৫:৩২ পিএম says : 0
    উল্লাশ কর মুসলিম উল্লাশ কর, উদর পিন্ডি ভূদড় ঘাড়ে দিয়ে উল্লাশ কর। নিজের দোশ কিভাবে অন্যের ঘাড়ে দিয়ে কিংবা কোন যুক্তিদিয়ে নিজের অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা যায় সেই খেলায় মত্ত থাকো, নিজের মুর্খতায় যেটা জেনেছি, যে জাতির উপর আল্লাহ্‌ নারাজ হণ আজাব তাদের উপরই নেমে আসে, আল্লাহ্‌ আমাদের ঘুম ভাঙ্গিয়ে দিন। আমরা যে মুসলমান এটা জানার এবং বোঝার তৌফিক প্রধান করুণ। তিনি মহান, পরম দয়ালু।
    Total Reply(0) Reply
  • শারমিলি সুলতানা ২০ আগস্ট, ২০২০, ১০:২০ এএম says : 0
    কাউকে জায়গা দিয়ে উদারত, দেখানো,কতো বড়ো, বোকামি এটা বলে শেষ করা যাবেন!দু বেলা খাবার দেবার মত, উপকার করা যা, কিন্তু নিজের ঘরে,জায়জা দেওয়া কতটা বোকাম, সেটা হারে, হারে, টের পাইতেছে,ফিলিস্তিনি জনগন! আমরা ও টের পাবো, রহিংগারা জখন একই আচরণ করবে! তখন, আমাদের অবস্তুা ১২ বাজাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ