Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুর ‘আমিরাত মিশন’ সফল হলো যেভাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ৩:৩৪ পিএম | আপডেট : ৩:৩৮ পিএম, ১৬ আগস্ট, ২০২০

ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে শান্তি চুক্তি স্থাপনের নাটকীয় ঘোষণার পর বেরিয়ে আসছে একের পর গোপন তথ্য।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে টেলিফোন আলাপে এই চুক্তি সম্পন্ন হয়। এতে মধ্যস্ততা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্কের বিষয়টি স্বাভাবিক করার লক্ষ্যে একাধিকবার গোপনে আমিরাত সফর করেছেন। এটা ছিল তার গোপন মিশন। গত শুক্রবার ইসরায়েল টুডে পত্রিকা জানায়, দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন করতে গত দুই বছরে নেতানিয়াহু কমপক্ষে দুইবার আরব আমিরাত সফর করেছেন।
সেখানে উল্লেখ করা হয়, এই দু’দফা সফর কয়েক ঘণ্টা ধরে চলে ও নেতানিয়াহুর সাথে দেশটির জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান মীর বেন শব্বাত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক না থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী উপসাগরীয় দেশটিতে সরকারীভাবে কোনো সফর করতে পারেননি। গোপনেই ওই সফর করতে হয়েছিল। যদিও ইসরায়েল ও আরব আমিরাত এই রিপোর্টের বিষয়ে কোনো কথা বলেনি।
তবে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ও তাদের মধ্যকার চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করতে আগামী সপ্তাহে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা আরব আমিরাতে একত্রিত হবেন। এই বৈঠকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান যোশী কোহেন উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ