Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগাম ঘোষণার পর এবার করোনা টিকার উৎপাদন শুরু করল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:৫৮ পিএম

সকল বিতর্ককে দূরে ঠেলে দিয়ে করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক-ফাইভ’-এর প্রথম ব্যাচের উৎপাদন পুরোদমে শুরু করে দিল রাশিয়া। গত ১১ আগস্ট করোনার এই ভ্যাকসিন আবিষ্কারের আগাম ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
রুশ স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ও গামেলিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই টিকা তৈরি করা শুরু হয়েছে। রয়টার্স জানাচ্ছে, এ মাসের শেষেই টিকা বাজারে চলে আসবে। এই টিকা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পুতিনের মেয়ের ওপর। এর আগে ১০ আগস্ট বুধবার থেকে গণহারে টিকাদানের পরীক্ষা আরম্ভ করার কথা জানিয়েছিল রাশিয়া। তার আগে বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন চালু হবে। ২০টি দেশ ১ কোটিরও বেশি টিকার জন্য প্রাথমিক আবেদন জানিয়েছে। পাঁচটি দেশে বছরে ৫ কোটি টিকা তৈরি করতে পারবে রাশিয়া বিদেশি সহযোগীদের নিয়ে। রাশিয়ার দাবি, অন্তত ২ বছর করোনা থেকে মানুষকে বাঁচাবে এই টিকা।
বিশ্বের প্রথম দেশ হিসেবে নোভেল করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক-ফাইভ’ আবিষ্কারের ঘোষণা করেছে রাশিয়া। তবে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বিজ্ঞানীদের। অনেকের মতেই ভ্যাকসিন তৈরিতে বেশ খানিকটা তাড়াহুড়ো করে ফেলেছে পুতিনের দেশ।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা টিকার প্রথম ব্যাচ বাজারে ছাড়া হবে। পশ্চিমা বিশ্ব রুশ টিকাকে নিরাপদ নয় বলে যে উদ্বেগ প্রকাশ করেছে, তাও নাকচ করে দেন মুরাশকো।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীরাই এমন কথা বলছে। একইসঙ্গে তিনি জানান, এই টিকা গ্রহণকারীরা কোনও সমস্যায় পড়ছেন কি না, তা পর্যবেক্ষণে বিশেষ একটি অ্যাপ তৈরি করা হচ্ছে।
গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা টিকা আবিষ্কারের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। তিনি দাবি করেন, তার দেশ রাশিয়া করোনা প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বে প্রথম হয়েছে।
১১ অগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার তৈরি এ টিকা যথেষ্ট কার্যকর বলেও দাবি করেন পুতিন। তবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগে অনুমোদন পাওয়ায়, এটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষকরা।
এর মধ্যেই কিন্তু ভারতসহ ২০টির বেশি দেশ রাশিয়ার স্পুটনিক-ভি নিতে আগ্রহ প্রকাশ করেছে। ভিয়েতনামও টিকাটির ৫-১৫ কোটি ডোজ পেতে চুক্তি করেছে। এর একাংশ রাশিয়া ‘অনুদান’ হিসেবে দেবে, বাকিগুলো কিনবে ভিয়েতনাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ