Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোক দিবসে পরিবার পরিকল্পনা অধিদফতরের আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ৫:৪০ পিএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদফতর। শনিবার (১৫ আগস্ট) অধিদফতরের আইইএম ইউনিটের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর একটি আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তর/সংস্থার প্রায় ৩০০ জন কর্মকর্তা ও কর্মচারী ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ