Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১১:৩৮ এএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৫ আগস্ট) সকালে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তার মাধ্যমে দৈনিক ইনকিলাবকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই গ্রেফতারকৃত আনসার আল-ইসলামের ৫ সদস্য থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে আবুল হায়াত (২৬), মো. আব্দুল কুদ্দুস (৩০) ও মো. আল-আমিনকে (৩০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে আনসার আল-ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনসার আল ইসলাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ