বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর পুঠিয়ায় র্যাবের হাতে ধরা পড়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্য।
রোববার রাতে বেলপুকুর এলাকার পশ্চিম জামিরা ও বানেশ্বর বাজার এলাকা থেকে তাদের আটক করেছে র্যাব-৫।
আটকরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহমেদ (২৪) এবং জামিরা গ্রামের আক্কাস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০)।
সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তিন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারের কথা জানায় র্যাব।
এ সময় জানানো হয়, রোববার রাত ৮টার দিকে বানেশ্বর বাজার থেকে প্রথমে জঙ্গি রাজুকে আটক করা হয়।রাজু জিজ্ঞাসাবাদে নিজেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে জানান। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরের দিকে পশ্চিম জামিরা গ্রামের ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে তাদের বাড়ি থেকে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, বই ও লিফলেট জব্দ করা হয়।আটক করার পর তাদের বেলপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।