Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মেহরাজ হোসেন সৌরভকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, আটক মেহরাজ হোসেন রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে হারাম বলে আখ্যায়িত করে লেখাপড়া ছেড়ে দেন। এছাড়া, তিনি দ্রুতই হিজরত করার পরিকল্পনাও করছিলেন। বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই ও লিফলেট থেকে তার জঙ্গিবাদে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনসার আল ইসলাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ