Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

৩দিন পর কবর থেকে লাশ উত্তোলন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ৬:১৩ পিএম | আপডেট : ৬:৩১ পিএম, ১৪ আগস্ট, ২০২০

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আখিরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের তিন দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলামের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

নিহত আখিরুল ইসলাম (২২)উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এসময় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো.দিলওয়ার হাসান ইনামসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।
রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে , ১১ আগষ্ট মঙ্গলবার রাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। গরু নিয়ে গভীররাতে সীমান্তের ১০৫২-৫৩ মেইন পিলার এলাকা দিয়ে আসার পথে আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আখিরুল ইসলাম ভারতের বিএসএফের গুলিতে নিহত হন। পরে তার সঙ্গীরা লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই তার লাশটি দাফন করা হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ