Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপহার নিয়ে হাসপাতালে মুগ্ধ চীনা নাগরিক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

করোনা চিকিৎসায় সুস্থ আর চিকিৎসক-নার্সদের ব্যবহারে মুগ্ধ চীনা নাগরিক হাসপাতালে হাজির হলেন উপহার সামগ্রী নিয়ে। তিনি জানালেন হাসপাতালে ভর্তি না হলে বুঝতেই পারতেন না এদেশের মানুষ এত অতিথিপরায়ণ। চুং যুং জানুয়ারিতে জরুরি কাজে বাংলাদেশে আসেন। মার্চে ফিরে যাওয়ার কথা থাকলেও করোনায় আটকা পড়েন। জিনডে ইলাস্ট্রেট বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি।

গত ২৮ জুলাই করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন সীতাকুÐের চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে। ৮ আগস্ট সুস্থ হয় ছাড়পত্র পান। তবে হাসপাতালের মায়া ভুলতে পারেননি তিনি। ফিল্ড হাসপাতালে সিইও ডা. বিদ্যুৎ বড়–য়া বলেন, তিনি সুস্থ হয়ে ফিরে গেলেও সেবায় মুগ্ধ হয়ে ফের হাসপাতালে এসে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রোগী সুস্থ হওয়ার পর হাসপাতালকে মনে রাখা পরম প্রাপ্তির। চুং যুং বলেন, আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, তারা আমাকে সুস্থ করে তুলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ