বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নগরকান্দায় আজানরত অবস্থায় পিতাকে ধারালো ছুরি দিয়ে হত্যা চেষ্টায়পুত্র স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার ফজরের আজানের সময় এ ঘটনা ঘটে। আহত পিতা আছিরুদ্দিন ফকির (৬২) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের মৃত আলতাফ ফকিরের ছেলে ও ছাইফুন্নেছা জামে মসজিদের ইমাম।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে মসজিদের মাইকে ফজরের আজান দিচ্ছিলেন আছিরুদ্দিন ফকির। এ সময় মোয়াজ্জিন আছিরুদ্দিনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে তার ছেলে শহিদুল ইসলাম। মুয়াজ্জিন আছিরুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান,আছিরুদ্দিন ফকির গোড়াইল গ্রামের ছাইফুন্নেছা জামে মসজিদেও ইমাম। বৃহস্পতিবার ভোরে ফজরের আজান দিচ্ছিলেন তিনি। হঠাৎ আযান বন্ধ হয়ে মাইকে তার গোংড়ানির শব্দ শুনতে পান এলাকাবাসী। তার গোংড়ানির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মুয়াজ্জিন আছিরুদ্দিন রক্তাক্ত জখম অবস্থায় তার ছেলে শহিদুলকে জাপটে ধওে আছেন। শহিদুলের হাতে এ সময় ধারালো একটি ছুরি ছিল। আহত আছিরুদ্দিনের শরীর থেকে এ সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মসজিদের মেঝে রক্তে ভেসে যায়। প্রতিবেশী আজিজ মাতুব্বরসহ স্থানীয়রা বলেন, আমরা গ্রামবাসী মসজিদ থেকে আহত আছিরুদ্দিনকে উদ্ধার কওে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। স্থানীয়রা জানান, জমি জমা সংক্রান্ত জের ধরেই পুত্র শহিদুল ইসলাম পিতার উপরে এই জঘন্য হামলা চালাতে পাওে বলে তাদেও ধারনা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানান, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ পুত্র শহীদুল ইসলামকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।