Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাড়াশে প্রতারণার দায়ে যুবলীগের সহ সভাপতি গ্রেফতার

দল থেকে বহিষ্কার, পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ৫:০৫ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের কথা বলে প্রতারণার দায়ে উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও রিশান গ্রƒপ অব কোম্পানির চেয়ারম্যান ডি জে শাকিলকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ শ’ এক কোটি ৭২ লক্ষ টাকার চেক ও বিপুল সংখ্যক দলিল লেখার স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ দিকে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখা তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সুপারিশে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে তাড়াশ বাসস্ট্যান্ট এলাকায় ওই কোম্পানির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে ডি জে শাকিলসহ তার দুই সহযোগী রিশান গ্রƒপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হুমায়ন কবির লিমন ও ম্যানেজার সাইফুল ইসলামকেও এ সময় ডিবি পুলিশ গ্রেফতার করেন। বৃহস্পতিবার বগুড়া আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চ্ইালে বিজ্ঞ আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া পুলিশ পরিদর্শক (ডিবি) এমরান আহমেদ তুহিন বলেন, ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিসের নামে তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও রিশান গ্রƒপ অব কোম্পানির চেয়ারম্যান ডি জে শাকিল একটি চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে তাদের বাসস্ট্যান্ট এলাকার প্রধান কার্যালয় ও আলেপ মোড় এলাকার শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটারসহ যাবতীয় গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি এবং ১২ শ’ এক কোটি ৭২ লক্ষ টাকার চেক ও বিপুল সংখ্যক দলিল লেখার স্ট্যাম্প জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের নামে একাধিক প্রতারণা ও তথ্য প্র্রযুক্তি আইনে মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ