মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার করোনায় মৃত্যু হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের দাদি শাশুড়ির। বুধবার রাতে দেশটির ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর দাদির মৃত্যু হয়েছে। দেশটির ফেডারেল ডিস্ট্রিক্ট হেলথ সেক্রেটারির কার্যালয় তথ্যটি নিশ্চিত করেছে। এটাই প্রেসিডেন্টের কোনো স্বজনের কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম ঘটনা। -সিএনএন, এএফপি, পার্সটুডে
জানা গেছে, ফার্স্ট লেডির দাদি মারিয়া অ্যাপারেসিডা ফিরমো ফেরেইরা (৮০) দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ব্রাসিলিয়ায় প্রায় ৪২ দিন ধরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক মাসেরও বেশি সময় আগে সেইলান্ডিয়া রিজিওনাল হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই এতদিন ধরে তার চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত কোভিডের কাছে হার মানতে হয়েছে।
এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দু’জনেই কোভিডে আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।