বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোরেলগঞ্জে মফিজুল ইসলাম সরদার (৪৮) নামে এক সুপারি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে ওঠার সময় প্রতিপক্ষরা তার গলাকেটে পালিয়ে নিহত মফিজুল ইসলাম সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কিসমত ঘরঘাটা গ্রামের জব্বার সরদারের ছেলে।
এলাকাবাসি এই হত্যাকান্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচার চাই।
নিহতের স্ত্রী ও ছোট ভাই তাইজুল সরদার বলেন, মাগরিবের নামাজ আদায় করতে আমরা দুই ভাই কদমরসুল জামে মসজিদে ওঠার সময় সিঁড়িতে প্রতিপক্ষ হাসিব সরদার গলাকেটে পালিয়ে যায়। এসময় আরও অনেকে চারদিক ঘিরে রাখে। ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, সুপারী নিয়ে পুর্ব বিরোধের জেরে একজন খুন হয়েওছ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।