যেভাবে মাছ ভাজলে ভেঙে যাবে না
বাঙালির প্রতিদিনের খাবারে মাছ তো থাকেই। এটি সব খাবারের মধ্যে পুষ্টির অন্যতম উৎস। তাড়াহুড়ো করে
গার্গল করার মাউথওয়াশ মাত্র ৩০ সেকেন্ড ব্যবহার করলে নভেল করোনাভাইরাসের ঝুঁকি কমে বলে দাবি করেছেন জার্মানির গবেষকেরা। ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, মাউথওয়াশ সার্স-কভ-২ ভাইরাসকে ‘নিষ্ক্রিয়’ করতে সক্ষম। এতে ভাইরাল লোড কমে যায়।
এই গবেষণার জন্য বিশেষজ্ঞরা জার্মানির বহুল পরিচিত আটটি কোম্পানির মাউথওয়াশ ব্যবহার করেন। ল্যাবে তারা প্রতিটি মাউথওয়াশের সঙ্গে মুখের লালা মিশ্রিত ভাইরাসের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেন। গার্গল করলে যে প্রভাব সৃষ্টি হয় সেভাবে ৩০ সেকেন্ড রাখা হয়।
প্রতিটি পরীক্ষায়ই ভাইরাল লোড কমার প্রমাণ পাওয়া গেছে। তিনটি মাউথওয়াশের ক্ষেত্রে ৩০ সেকেন্ড পর কোনো ভাইরাসই শনাক্ত করা যায়নি। গবেষকেরা বলছেন, মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এটি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন।
সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, মাউথওয়াশ করোনার ঝুঁকি কমাতে পারে মাত্র। এটি কোনো চিকিৎসা ব্যবস্থা নয়। রুহর-ইউনিভার্সিটি বোচুমের অধ্যাপক এবং গবেষক দলের প্রধান টনি মিয়েস্টার বলছেন, ‘মাউথওয়াশ দিয়ে গার্গল করলে ভাইরাস দমন হবে না। কিন্তু কিছু সময়ের জন্য এটি ভাইরাল লোড কমিয়ে দেবে, যা থেকে সম্ভাব্য ইনফেকশন থেকে আপনি রক্ষা পেতে পারেন।’
মিয়েস্টার জানিয়েছেন, মাউথওয়াশের প্রভাব ঠিক কতক্ষণ থাকে সেটি জানতে তারা আরও গবেষণা করতে চান। সূত্র : ইকনোমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।