বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকার অস্ত্র বিক্রিকালে রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা খামার বাড়ির মৃত সিরাজ কবিরে ছেলে সাইফুল ইসলাম (২৪) ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মহিউদ্দিন (২৩) গ্রেপ্তার করে। এসময়ে পালিয়ে যায় গ্রেপ্তারকৃত সাইফুলের বড়ভাই শেকাব উদ্দিন (২৬)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ সহকারি পুলিশ পরির্দশক রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ডেইরি পুলের উপর একটি দেশীয় এক নলা বন্দুকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুই রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের চেস্টা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।