Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেফতার, বিপুল ভারতীয় ওষুধ জব্দ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

 

নগরীর পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার রাতে সাহা ফার্মেসিতে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় রামজীবন সাহা ওরফে আরজে সাহা জীবনকে (৫০) পাকড়াও করা হয়।

রাজবাড়ী জেলার খানগঞ্জের মৃত রবীন্দ্রনাথ সাহার পুত্র জীবন নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার ফার্মেসিতে তল্লাশি করে ৪ হাজার ৮৮৩ পিস মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ১৫৭টি সিরাপ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ দিন থেকে চোরাই পথে আনা মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রির কথা স্বীকার করেন বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ